প্রথম শ্রেণীর পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল স্কুল চত্বর
তুফানগঞ্জঃ
নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক বিদ্যালইয়ের প্রথম শ্রেণীর পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দফায় দফায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
জানা যায় ঘটনাটি গত সোমবার হয়েছিল বলে অভিযোগ। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের কাছে নিয়ে যায় ওই পড়ুয়াকে এমনটাই জানা যায়।
ঘটনা জানাজানি হতেই ধামাচাপা দিতে প্রধান শিক্ষকের বাড়িতে গোপনে বৈঠক করা হয় বলেও অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গোপনে বৈঠক হয়েছিল এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রধান শিক্ষক। ঘটনায় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
ঘটনায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসীদের অভিযোগ স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই এরকম শিক্ষক- শিক্ষিকা তারা চান না। স্কুলের প্রত্যেককে অন্যত্র বদলি করতে হবে এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলছেন তারা।
এদিন গ্রামবাসীদের উপস্থিতিতে পড়ুয়াদের অভিভাবকরা পুলিশকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
0 মন্তব্যসমূহ
thanks