Latest News

6/recent/ticker-posts

Ad Code

হেরিটেজ শহর কোচবিহারে ছট পূজার ঘাট নিয়ে বিতর্ক

'ডালি নিয়ে ঘাটে আসবো, গুলি করলে করুক'- হেরিটেজ শহর কোচবিহারে ছট পূজার ঘাট নিয়ে বিতর্ক 

Controversy over Chhat Puja Ghat in the heritage city of Cooch Behar



কোচবিহার সাগরদিঘীতে ছট পুজোর ঘাট ভেঙে ফেলা নিয়ে প্রশাসনের সাথে বৈঠক করেও অনুমতি না মেলায় ক্ষুব্ধ ভক্তরা।

প্রসঙ্গত শনিবার গভীর রাতে সাগরদীঘিতে ছট পুজোর ঘাট ভেঙে ফেলে প্রশাসন বলে অভিযোগ ভক্তদের। এরপরে রবিবার বিক্ষোভ করেন ভক্তরা। তারা গতকাল সাগর দিঘী থেকে জেলা মহকুমা শাসকের বাংলোর সামনে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।

এরপর এই বিষয় নিয়ে সোমবার ১১:৩০ নাগাদ জেলা মহকুমা শাসকের করনে একটি আলোচনার আশ্বাস দেন জেলা মহকুমা শাসক বলে জানান ভক্তরা। সেইমতো আজ জেলা মহকুমা শাসকের কারণে আলোচনা সভায় গেলে দীর্ঘক্ষণ আলোচনার পরেও মিলল না অনুমতি। আর তাতেই ক্ষুব্ধ ভক্তরা।

তারা জানান, আমরা দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে অনুরোধ জানালাম এ বছর অন্তত আমাদের পুজো করতে দেওয়ার কথা। কিন্তু কোনভাবেই তার অনুমতি পেলাম না। তাই আমরাও সিদ্ধান্ত নিলাম আমরাও পুজো এই সাগরদিঘী ঘাটেই করব।

তারা আরও জানান, যদি পুজো করার সময় আমাদের কোন বাধা আসে, গুলি করে বা আমাদের এরেস্ট করে নেওয়া হয় তাহলে তাই হোক। এমনকি একজন ভক্ত জানান, আগামীতে কোচবিহার শহরে নোংরা আবর্জনা পরিষ্কার করা বন্ধ করে দেবেন হরিজনরা। 

জানাগেছে, হেরিটেজ শহর হিসাবে ঘোষণা হওয়ায় ছট পূজার ঘাট করার অনুমতি দেওয়া হয়নি সাগরদীঘির ঘাটে। দূষণের সম্ভাবনার কারনেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code