দীপাবলীর পর ছট পুজো! পুজোর দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে

Chhat Puja


নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি:

দীপাবলির পরে ধুমধাম করে পালন করা হয় ছট পুজো, মহা উৎসব। ছট পুজো হলো সূর্য দেবতার পূজো। সূর্য দেবতাকে আরাধনা করা হয়ে থাকে। প্রত্যেক বছর আরম্বরের সাথে শহর শিলিগুড়িতে ধুমধাম করে পালন করা হয় ছট পুজো, মহা উৎসব। আর দুই দিনের অপেক্ষা তারপরেই রয়েছে ছট পুজো। 


ছট পুজোর উপকরণ সামগ্রী হল, বিভিন্ন রকমের ফল, কুলো , ঝুড়ি, পুজোর দ্রব্য সামগ্রী, ঘট, নারিকেল এছাড়া আরো অনেক কিছু। প্রত্যেক বছর ছট পুজোর আগে এই সমস্ত সামগ্রী গুলি শিলিগুড়ির মহাবীরস্থান বাজারে বিক্রয় হয়। এছাড়া শিলিগুড়ির আরো অন্যান্য বাজারগুলি তো বিক্রি হয়। এবছরও ছট পুজোর আগে উল্লেখিত জিনিসগুলি যথারীতি বিক্রি হচ্ছে। ছট পূজার ব্রতীরা এই সকল দ্রব্য সামগ্রী গুলি পূজোর আগে কিনে থাকেন। 



এদিনও দেখা গেল শিলিগুড়ি মহাবীর স্থান বাজারে ক্রেতারা এসেছেন। পুজোর দ্রব্য সামগ্রী কিনছেন। এ বিষয়ে এক ব্যবসায় জানিয়েছেন বিক্রি হচ্ছে তবে গত বছরের তুলনায় কিছুটা কম, তবে আশা রাখছেন পুজোর আগেই বিক্রি বেড়ে যাবে।