Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় পুলিস পরিচয় দিয়ে মাছ বোঝাই গাড়ি আটকে ছিনতাই, আহত চালক ও খালাসী

দিনহাটায় পুলিস পরিচয় দিয়ে মাছ বোঝাই গাড়ি আটকে ছিনতাই, আহত চালক ও খালাসী

দিনহাটায় মাছ বোঝাই গাড়ি আটকে ছিনতাই, আহত চালক ও খালাসী


দিনহাটাঃ

সাহেবগঞ্জ রোড রেলগেট সংলগ্ন এলাকায় মাছ বোঝাই বোলেরো পিক আপ ভ্যান আটকে ছিনতাই, আহত চালক ও খালাসী।

শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে রবিবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ আহত দুই জনের মধ্যে মজিবর রহমান বলেন গতকাল রাতে আমরা বোলেরো পিক আপ ভ্যান গাড়িতে গঙ্গারামপুরের মাছ নিয়ে নিগমনগর আরদে যাচ্ছিলাম। সেই সময় রাত আনুমানিক ২টা নাগাদ সাহেবগঞ্জ রোড রেলগেট পাড় হতেই দুটি বাইকে চারজন যুবক আমাদের গাড়ি আটক করে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পাশাপাশি টাকার দাবি করে, কিন্তু আমরা তখন বলি দিনহাটা থানার পুলিশতো মাছ নিয়ে যাওয়ার জন্য কোনরূপ টাকা নেয়না।

এরপর মাছ বোঝাই বোলেরো পিক আপ ভ্যান গাড়ির চালক গাড়ি নিয়ে কিছুদূর এগোতেই আবারও বেশ কয়জন যুবক বাইক নিয়ে দুদিক থেকে আসে এবং গাড়িটি আটক করে।

পরবর্তীতে গাড়ির চালক ও খালাসী দুজনকে মারধর করে দুষ্কৃতীরা এবং দুজনের চোখ মুখ বেঁধে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ফোন এমনকি মাছ বোঝাই বোলেরো পিক আপ ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মাছ বোঝাই গাড়ির চালক ও খালাসী মজিবর রহমান ও নাজমুল মিয়া আহত হয়ে বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীরা যখন বোলেরো পিক আপ ভ্যানটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় পুটিমারী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পাল্টি খায় গাড়িটি। এরপর গাড়িতে হাত, মুখ বাঁধা চালক ও খালাসী কে রেখে মাছ বোঝাই বাক্সগুলি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পরবর্তীতে হাত,মুখ বাঁধা আহত অবস্থায় কোনোভাবে চালক ও খালাসী পাল্টি খাওয়া গাড়ি থেকে বেরিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।

পুলিশ সূত্রে আরো খবর যে গতকাল গভীর রাতে পুটিমারী এলাকায় একটি বোলেরো পিক আপ ভ্যান পাল্টি খাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং বোলেরো পিক আপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যদিও গাড়িটি থেকে সমস্ত মাছ আগেই সরিয়ে ফেলে দুষ্কৃতীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code