Latest News

6/recent/ticker-posts

Ad Code

শারদীয়া দীপাবলি পেরিয়ে গেলেও শারদ উৎসবে জড়িত শিল্পীদের শিল্প সম্মাননা

শারদীয়া দীপাবলি পেরিয়ে গেলেও শারদ উৎসবে জড়িত শিল্পীদের শিল্প সম্মাননা 

Burdwan news



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:

শারদীয়া দীপাবলি পেরিয়ে গেলেও শারদ উৎসবে জড়িত শিল্পীদের শিল্প সম্মানে সম্মানিত করতে ভুলেননি বর্ধমান দুর্গাপূজো সমন্বয় সমিতি। বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকার বড় বড় পুজো মণ্ডপগুলোতে যে সমস্ত শিল্পীরা নৈপূণ্য শিল্পকলায় উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে তুলেছেন, সেই সমস্ত শিল্পীদের শিল্প সম্মানে ভূষিত করা হলো।

এদিন সন্ধ্যায় বর্ধমান সাংস্কৃতিক লোকো মঞ্চে, শিল্পীদের শিল্পসম্মানে সম্মানিত করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ন দাস, বর্ধমান দক্ষিণে বিধায়ক খোকন দাস, সহ কলকাতা পুজোর সমন্বয় সমিতির সম্পাদক ও বহু প্রচলিত একটি সংবাদপত্রের প্রাক্তন চিফ এডিটর সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে পাঁচ জন শিল্পীদের শিল্পসম্মানে সম্মানিত করা হয়। শিল্পীরা হলেন পূর্ব বর্ধমান ও কলকাতার শিল্প বৃন্দ। এদিনে অনুষ্ঠানে সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস বলেন যাদের হাতের ছোঁয়ায় মাটি হয়ে ওঠে প্রতিমা বাস হয়ে ওঠে মন্দির সে সমস্ত শিল্পীদের সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code