জাস্টিস ফর আর জি কর এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে সোচ্চার সংগ্রামী যৌথ মঞ্চ
গৌতম সাহা,শ্যামবাজারঃ
আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের পাশবিক ধর্ষণ, হত্যাকান্ডের বিরুদ্ধে ও অত্যাচারীদের শাস্তির দাবীতে বিগত দেড় মাসের অধিক সময় ধরে কোলকাতা সহ রাজ্যের নানা জায়গায় সমস্ত স্তরের মানুষ আন্দোলন করে চলেছেন।
আর জি কর কান্ডে এবার শুধু জাস্টিস এর দাবী নয় বরং স্বাস্থ্য মান্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবীতে শিয়ালদহ স্টেশন থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় অবধি মিছিল সংঘটিত করল সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও কয়েকটি গণ সংগঠনের মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে মিছিলে একই দাবীতে সামিল অব হ্যাম ভি হ্যা,অসংগঠিত শ্রমিক সংগ্রামী মঞ্চ ও আরও কয়েকটি গণ সংগঠন। দাবী তিলোত্তমার বিচার, তথা রাকেটরাজের অবসান, স্বাস্থ্য মন্ত্রী ও পুলিশমন্ত্রীর পদত্যাগ।
মিছিল বেলা ১ টায় শুরু হয়ে বিকাল ৪ টে নাগাদ শ্যামবাজার মোড়ে পৌছায় এবং এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ কয়েকটি গণ সংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখার পর এই প্রতিবাদ কর্মসূচী শেষ হয়। শিয়ালদহ থেকে শ্যামবাজার রুটে বেশ কয়েকঘন্টা এই রুটে যানবাহন পুলিশ নিয়ন্ত্রণ করেন।
সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বক্তব্যে এই মিছিলের তাৎপর্য ব্যাক্ত করেন। তিনি জানান অর জি কর কান্ডে অনেকেই আন্দোলন, মিছিল করছেন। সবাই জাস্টিস চাইছেন কিন্তু তাদের সংগঠন সুনির্দিষ্ট ভাবে বিচারের সঙ্গে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবী করছেন।
তাদের সংগঠন মনে করে শুধু তিলোত্তমার ন্যায়বিচারেই এই আন্দোলন সীমাবদ্ধ নয় কারণ এই রাজ্য যেভাবে সবত্র রাকেটরাজ তথা সিস্টেম চলছে এবং তার জন্যই সমাজে নানা সমস্যা, দূর্নীতি তথা অপরাধের জন্ম নিচ্ছে। এর প্রতিবাদে তারা আন্দোলন করছেন কারণ যখন সমাজে চূড়ান্ত শোষণ, অত্যাচার, অপরাধ সংগঠিত হয় তখন শান্তিপূর্ণ প্রতিবাদই একমাত্র পথ ও কর্তব্য হয়ে দাঁড়ায়। এখানেই শেষ নয় আগামীদিনে তারা এরকম আন্দোলন আরও চালিয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊