জাস্টিস ফর আর জি কর এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে সোচ্চার সংগ্রামী যৌথ মঞ্চ

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education



গৌতম সাহা,শ্যামবাজারঃ


আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারের পাশবিক ধর্ষণ, হত্যাকান্ডের বিরুদ্ধে ও অত্যাচারীদের শাস্তির দাবীতে  বিগত দেড় মাসের অধিক সময় ধরে কোলকাতা সহ রাজ্যের নানা জায়গায় সমস্ত স্তরের মানুষ আন্দোলন করে চলেছেন।

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

আর জি কর কান্ডে এবার শুধু জাস্টিস এর দাবী নয় বরং স্বাস্থ্য মান্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবীতে শিয়ালদহ স্টেশন থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় অবধি মিছিল সংঘটিত করল সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও কয়েকটি গণ সংগঠনের মঞ্চ।

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে মিছিলে একই দাবীতে সামিল অব হ্যাম ভি হ্যা,অসংগঠিত শ্রমিক সংগ্রামী মঞ্চ ও আরও কয়েকটি গণ সংগঠন। দাবী তিলোত্তমার বিচার, তথা রাকেটরাজের অবসান, স্বাস্থ্য মন্ত্রী ও পুলিশমন্ত্রীর পদত্যাগ। 

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

মিছিল বেলা ১ টায় শুরু হয়ে বিকাল ৪ টে নাগাদ শ্যামবাজার মোড়ে পৌছায় এবং এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ কয়েকটি গণ সংগঠনের নেতৃত্ব  বক্তব্য রাখার পর এই প্রতিবাদ কর্মসূচী শেষ হয়। শিয়ালদহ থেকে শ্যামবাজার রুটে বেশ কয়েকঘন্টা এই রুটে যানবাহন পুলিশ নিয়ন্ত্রণ করেন।

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বক্তব্যে এই মিছিলের তাৎপর্য ব্যাক্ত করেন। তিনি জানান অর জি কর কান্ডে অনেকেই আন্দোলন, মিছিল করছেন। সবাই জাস্টিস চাইছেন কিন্তু তাদের সংগঠন সুনির্দিষ্ট ভাবে বিচারের সঙ্গে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবী করছেন। 

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

তাদের সংগঠন মনে করে শুধু তিলোত্তমার ন্যায়বিচারেই এই আন্দোলন সীমাবদ্ধ নয় কারণ এই রাজ্য যেভাবে সবত্র রাকেটরাজ তথা সিস্টেম চলছে এবং তার জন্যই সমাজে নানা সমস্যা, দূর্নীতি তথা অপরাধের জন্ম নিচ্ছে। এর প্রতিবাদে তারা আন্দোলন করছেন কারণ যখন সমাজে চূড়ান্ত শোষণ, অত্যাচার, অপরাধ সংগঠিত হয় তখন শান্তিপূর্ণ প্রতিবাদই একমাত্র পথ ও কর্তব্য হয়ে দাঁড়ায়। এখানেই শেষ নয় আগামীদিনে তারা এরকম আন্দোলন আরও চালিয়ে যাবেন। 

vocal in demanding the resignation of the Minister of Health and Minister of Education

তিনি আরও জানান তাদের আন্দোলনে সরকার ভয় পেয়েছেন কারণ তাদের বেশ কয়েকজন সভ্য সমর্থক এবং নেতৃত্বদের কে দূরবর্তী স্থানে ডিটেলমেন্ট বদলী করেছেন। এতে তারা একদমই দমছেন না বরং এর প্রতিবাদেও তারা আগামী দিনে আবার নতুন ভাবে আন্দোলনে নামবেন।