Latest News

6/recent/ticker-posts

Ad Code

এটিএম প্রতারণার হদিশ, গ্রেপ্তার ২, উদ্ধার ৯২ টি এটিএম কার্ড

এটিএম প্রতারণার হদিশ, গ্রেপ্তার ২, উদ্ধার ৯২ টি এটিএম কার্ড

ATM Fraud


পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ। সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে। উদ্ধার হয়েছে ৯২টি এটিএম কার্ড। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান, এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা। বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা। বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসত তারা। এরপরই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড। কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ঐ ব্যক্তি। ততক্ষণে পিন জানা হয়ে যেত প্রতারকদের। এরপরই আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা।

এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল। বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পরে। তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওইদিন সোনারপুর এর ১১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএমে প্রতারকেরা এসেছে। এরপরই অভিযান চালিয়ে দুজনকে ধরে পুলিশ।

ধৃত দের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কোন কোন এলাকায় প্রতারণার জাল ছড়িয়েছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া এটিএম কার্ড গুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলা জানান এসপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code