দিনহাটা মহকুমা হাসপাতালের পরিকাঠামো এবং হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন দিনহাটা মহকুমা শাসক
দিনহাটা - কলকাতার আরজি কর কান্ডের পরিপ্রেক্ষিতে সারা রাজ্যজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনহাটা মহকুমা হাসপাতালের পরিকাঠামো এবং হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর। তার সঙ্গে ছিলেন দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র, হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল, দিনহাটা থানার আইসি জয়দেব মোদক সহ অন্যান্য আধিকারিকগণ।
এদিন মহকুমা শাসক দিনহাটা মহকুমা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন। এছাড়াও এদিন হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক বিধু শেখর।
এ বিষয়ে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র বলেন, দিনহাটা মহকুমা হাসপাতালের সামগ্রিক কাঠামো খতিয়ে দেখা হলো। বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যাগুলি মেটানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা মহকুমা হাসপাতালে নানা সমস্যা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হাসপাতালের জঞ্জাল পরিষ্কারের সমস্যা। এছাড়াও হাসপাতাল চত্বরে যানজটের একটা পরিস্থিতি বেশ কয়েক বছর ধরে চলে এসেছে। হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্স গাড়িগুলি যেভাবে দাঁড়িয়ে থাকে তাতে সাধারণ রোগীদের প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয় এমনটাই অভিযোগ। যদিও কিছুদিন আগে হাসপাতাল চত্বরে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই স্বল্প এমনটাই অভিমত সাধারণ মানুষের। সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার স্বার্থে কিছুদিন আগে হাসপাতাল চত্বরে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। পরিকাঠামো সুবিধের জনক নয় এমনটাই অভিযোগ উঠেছে। এ ধরনের এক পরিস্থিতিতে দিনহাটা মহকুমা শাসকের হাসপাতাল চত্বর পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
0 মন্তব্যসমূহ
thanks