সিনেমাকেও হার মানাবে ! ১৫ বছর পর দিনহাটার ছেলে ফিরে পেলো তারা বাবাকে
দিনহাটা - পনের বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা। মঙ্গলবার দুপুরে দিনহাটা থানায় বাবার হাতে ছেলেকে তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। জানা যায়, দিনহাটার সীমান্ত এলাকা আর কে পয়েস্তি গ্রামের ইউসুফ আলী খানের ছেলে নূর মোহাম্মদ আলী খান ১৫ বছর আগে দিল্লিতে কাকার সাথে কাজ করতে যায়। সেখানে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়।
একাধিক জায়গায় খোঁজাখুঁজির পরেও মেলেনি তার কোন খোঁজ। এক প্রকার পরিবারের লোকজন ছেলের আশা ছেড়েই দিয়েছিলেন। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কিংবা ভুটান ও নেপালে কাজ করতে ছুটে যেতে হতো ইউসুফ আলীকে। এভাবেই কেটে যায় বছরের পর বছর । তারপরেও কোনো খোঁজ মেলেনি নিখোঁজ হয়ে যাওয়া ছেলের।
নূর মোহাম্মদ বাড়ির ঠিকানা বলতে না পারলেও দিনহাটায় তার বাড়ি তা ঠিক মনে ছিল। দিন কয়েক আগে সে দিনহাটায় এসে পৌঁছায় ট্রেনে চেপে। কিন্তু দিনহাটার কোথায় বাড়ি তা সে বলতে পারছিল না। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ওই ছেলেটিকে নিজেদের দায়িত্বে নেয়।
এর পরেই দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বিভিন্নভাবে তার পরিবারের খোঁজ শুরু করে দেন। তার পরিবারের খোঁজ মিলতেই এদিন দুপুরে নূর মোহাম্মদের বাবা ইউসুফ আলীর হাতে তার ছেলেকে তুলে দেওয়া হয়।
দীর্ঘ ১৫ বছর পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ইউসুফ বাবু। বছর দেড়েক প্রয়াত হয়েছেন ইউসুফ বাবুর স্ত্রী। এমতাবস্থায় ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাবা।
এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক তারা উপস্থিত থেকে নূর মোহাম্মদকে তার বাবার হাতে তুলে দেন। ১৫ বছর পর বাবার হাতে ছেলেকে তুলে দিতে পেরে খুশি পুলিশ কর্তারাও।
0 মন্তব্যসমূহ
thanks