টেনিসকে বিদায় জানালেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল

Tennis star Rafael Nadal retires


টেনিসকে বিদায় জানালেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল। শেষ দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কেটেছে তাঁর। অবশেষে বৃহস্পতিবার নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।

এক বার্তায় নাদাল জানিয়েছেন, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছি। সময়ের সঙ্গে সঙ্গে গত দুটো বছর আমার খুবই খারাপ কেটেছে। আমার মনে হয় না আমি আর খেলা চালিয়ে যেতে পারব এত প্রতিকূলতা নিয়ে। আমি গত দুটো বছরে টানা চোট পেয়েছি আর ছিটকে গিয়েছি বারবার। এভাবে খেলা চালিয়ে যাওয়া কোনওভাবেই সম্ভব নয়।''

তিনি বলেন, “ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এত দিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।”

গত দু’বছর চোটের কারণে ভুগেছেন নাদাল। প্রায় কোনও প্রতিযোগিতাতেই নামতে পারেননি।

কেরিয়ারে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় সর্বাধিক (শীর্ষে নোভাক জোকোভিচ) গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। তার মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেন। চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন তিনি।