বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, শেষ শ্রদ্ধার সুযোগ সাধারন মানুষের জন্যও
প্রয়াত শিল্পপতি রতন টাটা। এই খবর শুনতেই শোকের ছায়া গোটা দেশজুড়ে। বৃহস্পতিবার অশীতিপর এই শিল্পপতির মরদেহ শায়িত থাকবে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। আর বিকেলে হবে তার শেষকৃত্য। সাড়ে ১০টার সময় মুম্বইয়ের নরিম্যান পয়েন্টের এনসিপিএ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন এমনটাই খবর।
সাড়ে ৩টের সময় প্রয়াত শিল্পপতির দেহ শেষযাত্রা শুরু হবে নরিম্যান পয়েন্ট থেকে। ৪টের সময় শুরু হবে শেষকৃত্যের কাজ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে। বুধবার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাটা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মহারাষ্ট্র সরকারের তরফে রতন টাটার মৃত্যুতে গোটা রাজ্যে শোক পালন ঘোষনা করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যে বিনোদনমূলক অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল, সেগুলি স্থগিত রাখা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks