আইপিএল নিলামের আগে ধোনির কথায় চাঞ্চল্য, ক-বছর খেলবেন?
বয়স ৪৩ কিন্তু এখনো ক্রিকেট দুনিয়ায় স্বমহিমায় নিজের রাজত্ব বজায় রেখেছেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি। সামনেই আইপিএলের মেগা নিলাম। আর তার আগেই বড় বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি । আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলের মঞ্চে ধোনিকে খেলতে দেখার জন্য অপেক্ষা করে ভক্তরা। এবার তিনি এমন বার্তা দিলেন যে শুধু চেন্নাই সমর্থকদের নয়, খুশি করবে তামাম ক্রিকেটপ্রেমীকেই।
ধোনি জানালেন, আরও কয়েক বছর তিনি ক্রিকেট উপভোগ করতে চান। অর্থাৎ আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চান তিনি। এক অনুষ্ঠানে হাজির হয়ে ধোনি বলেছেন, “যে ক’বছর আমার ক্রিকেটজীবনে পড়ে রয়েছে তা উপভোগ করতে চাই। ছোটবেলায় বিকেল ৪টের সময় খেলতে যেতাম। খুব মজা করতাম সেই সময়টা। তবে পেশাদার খেলাধুলোয় নামলে ক্রিকেট উপভোগ করাটা বেশ কঠিন হয়ে যায়। যে কোনও খেলার ক্ষেত্রেই ব্যাপারটা এক। তবে আমি এখন ক্রিকেট শুধুই উপভোগ করতে চাই।”
গত মরসুমে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব রুতুরাজের হাতে তুলে দেওয়ার পর ধোনির খেলা নিয়ে চিন্তা তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। অনেকেই মনে করেছিলেন এটাই বুঝি ধোনির শেষ আইপিএল। কিন্তু সদ্য তাঁর এই মন্তব্য দর্শকদের মনে আনন্দ তৈরি করে দিয়েছে। অনেকটাই স্পষ্ট যে আইপিএলের মঞ্চে দেখা যাবে তাঁকে ফের বাইশ গজ শাসন করবেন ক্যাপ্টেন কুল।
ধোনি বলেছেন, “আড়াই মাসের আইপিএল যাতে খেলতে পারি তার জন্য আমাকে ন’মাস ফিট থাকতে হয়। তাই পরিকল্পনা করতেই হয়। একই সময়ে নিজেকে শান্ত রাখাও দরকার।” জানা গিয়েছে, ধোনি মাসে ১৫ থেকে ২৫ দিন অনুশীলন করেন। তার পরে বিশ্রাম করেন। খাওয়া-দাওয়াও নিয়ন্ত্রণে রাখেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊