কালীপূজায় বৃষ্টির চোখ রাঙানি, কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
আজ কালীপূজা। বৃষ্টির চোখ রাঙানি বিভিন্ন জেলায়। কালীপুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের আট জেলায়। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার কালীপুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কাল শুক্রবারেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার কালীপুজোর দিন সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হবে জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা গেছে, উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্রিশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।
তবে জানা গেছে শনিবার থেকে শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনি বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু। মূলত পরিষ্কার আকাশ থাকবে।
0 মন্তব্যসমূহ
thanks