Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলার সিনিয়র মহিলা ফুটবলে সুযোগ পেলো জলপাইগুড়ির স্কুল ছাত্রী

বাংলার সিনিয়র মহিলা ফুটবলে সুযোগ পেলো জলপাইগুড়ির স্কুল ছাত্রী

Jalpaiguri school girl got chance in Bangla senior women's football


জলপাইগুড়ির স্কুল ছাত্রী বাংলার সিনিয়র মহিলা ফুটবলে পেলো সুযোগ। আজ জলপাইগুড়িতে সংবর্ধনা দিলো তার স্কুল।  

মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী স্নেহা মীঞ্জ। সম্প্রতি সে বাংলার হয়ে নদীয়ার কৃষ্ণনগর স্টেডিয়াম এ Senior Bengal team এ football খেলার সুযোগ পায়।  বৃহস্পতিবার ফিরে আসে জলপাইগুড়িতে। 

এদিন দুপুর ১২ টা নাগাদ  বিদ্যালয়ের তরফ থেকে তাকে উত্তরীয়, ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হলো। 

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে ছিল স্নেহার বাবা, মা ও কোচ বিপ্লব সরকার। স্কুলের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন,'স্নেহা খুবই ভালো ছাত্রী। অনেক দূর এগিয়ে যাক আমরা সেটাই কামনা করছি।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code