Latest News

6/recent/ticker-posts

Ad Code

Cyclone Dana । ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও

Cyclone Dana । ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও


Cyclone 'Dana' has also affected the districts of North Bengal



ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana)। ইতিমধ্যেসিভিআর সাইক্লোনিক স্টর্ম-এ পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়।

আবহাওয়া দফতর সূত্রে খবর আজ মধ্যরাত থেকে আগামিকাল সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় ‘দানা’ (Cyclone Dana) ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে, যার ফলে বাংলার বেশ কিছু জেলা সহ পূর্ব মেদিনীপুর জেলা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতাতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

তবে ইতিমধ্যে ঘূর্ণিঝড় 'দানা'র (Cyclone Dana) প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং প্রভৃতি জেলায় কালো মেঘে আকাশ ছেয়েছে। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সাথে বইছে ঝড়ো হাওয়াও ।

উত্তরের বর্তমান এই আবহাওয়ায় একদিকে যেখানে পর্যটকরা উপভোগ করছেন, অন্যদিকে এই আবহাওয়ায় ময়নাগুড়ি ব্লকে বেশকয়েক মাস আগে ঘটে যাওয়া মিনি টর্নেডোর ঘটনা সবার মনেই ভয়ের ছায়া ফেলেছে। ডানার (Cyclone Dana) প্রভাবে উত্তরবঙ্গবাসী আবহাওয়ার পরিবর্তন নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন।

এদিকে রাজ্যে ‘দানা’ মোকাবিলায় ব্যপক তৎপর রাজ্য সরকার, প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আজ রাতে নবান্নে (Nabanna) থাকবেন বলে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code