সরকারী বাস চালাতে না দিলে রেলের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে পুরসভা, হুশিয়ারি মেয়রের

today



শিলিগুড়ি : পুজোর মরসুম, বাংলা জুরে পর্যটকের ঢল। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়, ডুয়ার্স বর্তমানে সমগ্র বিশ্বের কাছে আকর্শনীয় কেন্দ্র। তাই এই দীর্ঘ ছুটির সময়ে অধিকাংশ পর্যটক পছন্দ করে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স ঘুরতে। তাই তো রেল ও বাসকে ভরসা করে শহর শিলিগুড়িতে ঘুরতে আসেন অনেকেই।

তবে রেলের অসহযোগীতায় রেলে ভ্রমনকারী পর্যটকদের এনজেপি স্টেশনে নেমে বেশ কিছু বেগ পেতে হয় সরকারী যানবাহন পেতে। অগত্যাই বেশি ভাড়া দিয়ে বেসরকারি গাড়ি করে ছুটতে হয় গন্ত্যব্যস্থলে। পর্যটকদের সুবিধার্থে কিছু বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এনজেপি স্টেশন থেকে বেশ কয়েকটি সরকারি বাস চালাবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেলের অসহযোগিতায় সেই বাসগুলি বন্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার, এমনটাই অভিযোগ।

পরবর্তীতে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দে ও পরিবহন সংস্থা এনজেপি স্টেশন থেকে বাস চালাবার আবেদন নিয়ে রেলের কাছে দরবার করলেও খালি হাতেই ফিরতে হয় তাদের বলে জানান মেয়র।

বর্তমানে নেমেছে উত্তরবঙ্গ পর্যটকের ঢল। সরকারি বাস না থাকায় পর্যটকেরা অগত্যায় বেশি ভাড়া দিয়ে যানবাহনে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। রেলের এমন কর্মকাণ্ডে বেজায় ক্ষুব্ধ শহরের মেয়র গৌতম দেব।

এবার যদি রেল তাদের দাবি মেনে সরকারী বাস চালাবার অনুমতি না দেয় তাহলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, পর্যটন ব্যবসায়ী, শহরে সাধারণ মানুষ ও পুরসভার জনপ্রতিনিধিরা এনজেপি রেল স্টেশনের সামনে ধর্নায় বসবে। রেলের বিরুদ্ধে এমনই হুংকার দিলেন মেয়র গৌতম দেব।

তিনি জানান, ফের আরোও একবার রাজ্যসরকারের পক্ষ থেকে বাস চালাবার বিষয় নিয়ে রেলের সঙ্গে আলোচনায় বসা হবে। রাজ্য সরকারের আবেদনে রেল সারা না দেয় তাহলে পুজোর পরপরই আন্দোলনে নামা হবে।