Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প

দিনহাটা পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প

Special support camp will be held by Dinhata municipality and police



দিনহাটা:

দুর্গাপূজায় দিনহাটা বাসিকে সুষ্ঠ এবং সুন্দর পূজা উপহার দিতে বদ্ধপরিকর দিনহাটার পুলিশ প্রশাসন এবং পৌরসভা। তারই নিরিখে পুজোর সময় দিনহাটা পাঁচ মাথার মোড়ে দিনহাটা পৌরসভা এবং পুলিশের পক্ষ থেকে বসবে বিশেষ সহায়তা ক্যাম্প।

সেই কারণে আজ রবিবার দুপুর ১২:২৫ মিনিট নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানার আইসি কে সাথে নিয়ে সেই ক্যাম্প করার জায়গা পরিদর্শন করলো দিনহাটা পৌরসভা। এ

দিন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ অন্যান্যরা।

পরিদর্শন শেষে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সহ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানান যেহেতু পূজোর দিনগুলিতে দিনহাটায় জনপ্লাবন দেখা যায়, তাই তাদের সহায়তার কথা চিন্তা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে বসবে বিশেষ পুলিশ ক্যাম্প, এছাড়াও যেকোনো বিপর্যয় ঠেকাতে পাঁচ মাথার মোড়েই সর্বদা প্রস্তুত থাকবে দমকলের বিশেষ টিম, এছাড়াও কার্নিভালের দিন থাকবে বিচারক সহ অতিথিদের জন্য টেন্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code