২০ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে YPTRC পরীক্ষা


YPTRC EXAM



আগামী ২০ই অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে সার্কেল গ্রুপের মেধা পরীক্ষা ইওর প্রেজেন্ট ট্যালেন্ট রিসার্চ বাই সার্কেল পরীক্ষা। পঞ্চম থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই পরীক্ষা বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে পরীক্ষা সেন্টারে রিপোর্ট করতে হবে ছাত্রছাত্রীদের। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। জেলার ১০টি স্কুলকে সেন্টার করে অনুষ্ঠিত হতে চলেছে এই পরীক্ষা।

২০১৮ সালে প্রথমবার ট্যালেন্ট সার্চ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এরপর প্রতি বছরই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে চলছে। জানা যাচ্ছে প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয় মিলে মোট ১৫০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক। উত্তরের জন্য থাকবে ওএমআর। পুরোপুরি চাকরির পরীক্ষার ধাঁচে অনুষ্ঠিত হতে চলা এই পরীক্ষার এবছরের পরীক্ষার্থী সংখ্যা দু-হাজার ছুঁই ছুঁই।

সংস্থার এবছরের পরীক্ষা নিয়ামক আব্দুল রফিক জানান, সকলের সহযোগিতায় সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হয় প্রতি বছর। সকলের সহযোগিতা ও সমর্থন আমাদের কাজকে সার্থক করেছে এবং আগামীতেও করবে। পরীক্ষার সকল নিয়ম কানুন মেনেই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমস্ত রকম প্রক্রিয়া শেষের পথে। সংস্থার তরফে আরও জানানো হয়েছে প্রতিটি ক্লাসের সেরাদের জন্য থাকছে পুরষ্কার ও এককালীন স্কলারশিপ। শিক্ষার মানকে উন্নত করতে আজ যে ওএমআর শিটে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই ২০১৮ থেকেই এই নব চিন্তার পরীক্ষা চলছে একদম ক্লাসভিত্তিক সিলেবাস অনুসারেই।