সরকারি কর্মীদের জন্য সুখবর! নভেম্বরে ১৪ দিন ছুটি!
বাঙালির বারো মাসে তেরো পার্বণের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ছিল অক্টোবরেই। গান্ধী জয়ন্তী থেকে লক্ষ্মীপুজো ছুটির মেজাজে কেটে গেছে গোটা মাস। মাসের শেষ দিনটাও ছুটি। কারণ, ৩১ অক্টোবর কালীপুজো। আর সেই দিন থেকেই পরের মাসের ছুটিও রেডি। নভেম্বর মাসটা ৩০ দিনের আর তার মধ্যে ১৪ দিনই ছুটি।
৩১শে অক্টোবর থেকে ৪ই নভেম্বর পর্যন্ত টানা ছুটি। ৩১শে অক্টোবর বৃহস্পতিবার কালীপূজা। তাই ছুটি। সাথে পরের দিন শুক্রবার ছুটি রেখেছে রাজ্য সরকার। সাথে শনিবার, রবিবার ও ছুটি মিলতে পারে। এরপর রবিবার ভাতৃদ্বিতীয়া। সেই দিনের ছুটি পুষিয়ে দিয়েছে সরকার। সোমবার রয়েছে ছুটি। সোমবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি।
এরপর ৭ই নভেম্বর ছট পুজার ছুটি। রাজ্য সরকার ছুটি পরের দিনটা মানে শুক্রবার ছটের ‘ফাউ ছুটি’ দিয়ে রেখেছে। তার পরে আবার শনি ও রবিবার। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিনের ছুটি। ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। সেটাও আবার শুক্রবার। আবার শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। ২৩ ও ২৪ তারিখ শনি, রবি বার। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে।
0 মন্তব্যসমূহ
thanks