Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইপিএলের ‘রিটেনশন’, নিলামের আগে ১০ দল জানিয়ে দিল তালিকা

আইপিএলের ‘রিটেনশন’, নিলামের আগে ১০ দল জানিয়ে দিল তালিকা

ipl retention

আজ হয়ে গেল আইপিএলের রিটেনশন। নিলামের আগে আজ বিকাল ৫টায় রিটেনশনের সময় থাকলেও পিছিয়ে যায় ৩০ মিনিট। ৫টা ৩০ মিনিটে জানা যায় রিটেনশন। 

মুম্বইয় পাঁচ জনকে রিটেনশন দিয়েছে

যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা এবং তিলক বর্মাকে রেখে দিল মুম্বই। বুমরাকে রেখে দেওয়া হল ১৮ কোটি টাকা দিয়ে

বেঙ্গালুরু রাখল তিন জনকে

বিরাট কোহলির সঙ্গে রজত পাটীদার এবং যশ দয়ালকে রাখল আরসিবি। বিরাটকে দেওয়া হয়েছে ২১ কোটি টাকা। পাটীদার পাবেন ১১ কোটি এবং দয়াল পাবেন ৫ কোটি টাকা।


চেন্নাই দলে ৫ জন

চেন্নাই ধরে রাখল ধোনি, রুতুরাজ, জাডেজা, পাথিরানা এবং শিবম দুবেকে। ১৮ কোটি টাকা করে দিয়ে রাখা হল রুতুরাজ ও রবীন্দ্র জাডেজাকে। ১৩ কোটি টাকা পাথিরানার জন্য।


কলকাতা দলে পাঁচ ক্রিকেটার পেল রিটেনশন 

শ্রেয়সকে ছেড়ে দিলেও রেখে দেওয়া হয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংহ। হর্ষিত এবং রমনদীপ আনক্যাপড হিসাবে দলে রইলেন।

লখনউ রাখলো ৫ জনকে

রাহুলকে ছেড়ে দিয়েছে লখনউ। দলে রাখা হয়েছে নিকোলাস পুরান, রবি বিশ্নোই, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং মোহসিন খানকে।



রাজস্থান ধরে রাখল ৬ ক্রিকেটারকে

অধিনায়ক সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে রাজস্থান। সেই সঙ্গে যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা এবং রিয়ান পরাগকে ধরে রাখল তারা।



পঞ্জাব ধরে রাখল মাত্র দু’জনকে

দুই আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখল শশাঙ্ক সিংহ এবং প্রভসিমরন সিংহকে।



হায়দরাবাদ দলে পাঁচ ক্রিকেটার

অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে দলে রইলেন অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি এবং ট্রেভিস হেড।



গুজরাত পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখল  

অধিনায়ক শুভমন গিল দলে রয়েছেন। সেই সঙ্গে রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে ধরে রাখল তারা।


রিটেনশনের সময়ে বোর্ড পাঁচ জন ক্রিকেটারের নির্দিষ্ট দর বেঁধে দিয়েছে। পাঁচ জনের জন্য খরচ করা যাবে সর্বাধিক ৭৫ কোটি টাকা। প্রথম জনের দাম হবে ১৮ কোটি টাকা, দ্বিতীয় জনের ১৪ কোটি টাকা, তৃতীয় জনের ১১ কোটি টাকা, চতুর্থ জনের ১৮ কোটি টাকা এবং পঞ্চম জনের দাম ১৪ কোটি টাকা। প্রত্যেক আনক্যাপড ক্রিকেটার ধরে রাখার জন্য খরচ করতে হবে ৪ কোটি টাকা। 


নিয়ম অনুযায়ী সর্বাধিক ছ’জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলি। তবে নিলামের আগে সর্বাধিক পাঁচ জনকে ধরে রাখা যাবে। নিলামে রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ডের মাধ্যমে এক জন ক্রিকেটারকে আবার ফিরিয়ে নিতে পারবে দলগুলি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code