অতিরিক্ত নেশায় মৃত্যু! রাজ্য সড়কের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

Deadbody rescue


বুধবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী নলডুবি রেলগেট এর কাছে রাজ্য সড়কের ধারে এক মৃত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।


জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম নগরদীপ ঘোষ (৫০), বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি পেশায় ভিন রাজ্যের শ্রমিক ছিলেন | দুইদিন আগেই বাইরে থেকে কাজ করে বাড়ি ফিরেছেন | কিন্তু বাড়ি ফেরার পরেই প্রচন্ড হারে নেশা করতেন | মঙ্গলবার রাত্রে প্রচন্ড হারে নেশা করেছিল এবং বুধবার সকাল বেলা মঙ্গলবাড়ী রেলগেট এলাকায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে এই এলাকায় প্রচন্ড হারে বেআইনিভাবে মদ বিক্রি হয় এখানকার হোটেলগুলোতে | এবং এই হোটেলগুলোতে মদ খাওয়ার পরই অতিরিক্ত মদ্যপানের জেরে এই ব্যক্তির মৃত্যু হয়েছে | কারণ মৃত ব্যক্তির হাতে খাওয়ার এঁটো এখনো লেগে রয়েছে তাই এর থেকে প্রমাণ হয় অতিরিক্ত নেশা করে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি এই এলাকায় যেন মদ বিক্রি বন্ধ হয় কারণ অতিরিক্ত নেশার জন্য অনেকের মৃত্যু হচ্ছে।