বন্ধুর সঙ্গে পুজোয় ঘুরতে এসে ঘটলো বিপত্তি তলিয়ে গেল যুবক
বন্ধুর সঙ্গে পুজোয় ঘুরতে এসে জিয়াগঞ্জ সীমার ঘাটে তলিয়ে গেল যুবক, কোন রকম প্রাণে বেঁচেছেন যুবতী ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জ রাজাবিজয় সিং বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্র রাখেশ সাহা ও বিলকান্দি কলোনির বাসিন্দা সিজিতা দাস দুজনেই একসাথে ঘুরতে আসে জিয়াগঞ্জ। হঠাৎই মুষলধারে বৃষ্টি ও বজ্রাঘাতের কারনে দুজনেই অসাবধানতাবশত পাশেই বয়ে যাওয়া ভাগীরথী নদীতে পড়ে যায়। তৎক্ষণাৎ ওইখানে উপস্থিত থাকা আরো দুজন পার্শ্ববর্তী বাড়িগুলিতে উদ্ধারের জন্য চিৎকার করতে থাকে। এবং ওই চিৎকার শুনে প্রতিবেশী দুজন বেরিয়ে এসে তড়িঘড়ি বাড়ি থেকে শাড়ি কাপড় নিয়ে গিয়ে জলে ফেলে মেয়েটিকে উদ্ধার করে এবং ছেলেটির কোন হদিস পাওয়া যায়নি, একটি স্কুলব্যাগ জলে ভাসতে দেখে সকলেই।
প্রত্যক্ষদর্শীরা বলেন যে তারা দুজনেই জলে পড়ে যায় তারপর থেকেই রাকেশ সাহা নামক ওই ছাত্রকে পাওয়া যায় না। অপরদিকে মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সে এখন সুস্থ ও স্বাভাবিক। খবর পৌঁছায় জিয়াগঞ্জ থানয়, জিয়াগঞ্জ থানার তৎপরতায় ইতিমধ্যেই নিখোঁজ ওই যুবতীর উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ।
0 মন্তব্যসমূহ
thanks