ভূমিপুত্র সমাবেশে অনন্ত মহারাজ ও বংশীবদনকে তুলোধোনা উদয়ন ও জগদীশের
দিনহাটা - পকেট ভারি করার জন্য এক হাজারটি রাজবংশী স্কুল চাওয়া হচ্ছে। কোন রাজবংশী স্কুলের অনুমোদন দেওয়া হবে না। কারণ ওই স্কুলগুলিতে কোন অভিভাবক তাদের সন্তানদের পাঠান না। এই ভাষাতেই গ্রেটার নেতা বংশী বদন বর্মনকে তুলোধোনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
শনিবার দিনহাটা দুই নম্বর ব্লকের কিশামত দশগ্রাম এলাকার মোক্তারেরবাড়ি হাই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেস আয়োজিত ভূমিপুত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ এ কথা বলেন। তিনি বলেন, বংশীবদন বর্মন মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভা ভোটে ২৫ টি আসন দাবি করেছেন। ওর যদি হিম্মত থাকে তাহলে ২৫ টি কেন ২৯৪ টি আসনে লড়াই করে ওর শক্তি দেখাক।
মুখ্যমন্ত্রীকে বলবো একটি আসনও দেওয়ার দরকার নেই। মন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটার জনসভায় বংশীবাদন বর্মন বলেছেন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোন পার্থক্য নেই। আবার মুখ্যমন্ত্রী কোচবিহারে এলে তিনি 'দিদি দণ্ডবৎ' বলে তার কাছে যান। তিনি যে নীল বাতি চড়ে ঘোরেন তা মুখ্যমন্ত্রীর দেওয়া গাড়িতেই।
এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতা কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি গ্রেটার নেতা বংশী বদন বর্মন এবং অনন্ত মহারাজার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মহারাজার টুপি পড়ে ঘোরাঘুরি করেন সাংসদ অনন্ত রায় এবং বংশী বদন বর্মন। মহারাজা ছাড়া আর কারো এ ধরনের টুপি পরার অধিকার নেই। কাজেই টুপি পরে প্রকৃতপক্ষে কোচবিহারের যে মহারাজারা ছিলেন তাদের অপমান করা হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকার বলে দিয়েছেন উত্তরবঙ্গে কোনো রকম আলাদা রাজ্য হবে না। এরপরেও মিছেমিছি গ্রেটাররা মানুষকে বিভ্রান্ত করে চলেছে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে জগদীশ বাবু বলেন, যারা গান্ধীজিকে হত্যা করেছে, তারাই সেই হত্যাকারীর গলায় মালা দিচ্ছে। একশ দিনের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম তুলে দিচ্ছে। ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার তাদের বরাদ্দ কমিয়ে দিচ্ছে। আগে যেখানে কেন্দ্রীয় বরাদ্দ ছিল শতকরা ৯০ ভাগ, তা কমিয়ে ৬০ ভাগ করা হয়েছে।
এদিনের এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান, দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের এই সভায় কিশামত দশগ্রাম এলাকাসহ আশপাশের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊