শ্রীলঙ্কাকে ৮২ রানে চূর্ণ করে সেমিফাইনালের দৌড়ে ভারত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে গ্রুপ এ-তে দুইয়ে উঠে এল ভারত। পয়েন্টে অস্ট্রেলিয়ার সমান করলেও একটি ম্যাচ বেশি খেলেছে ভারত। ডু অর ডাই ম্যাচে বুধবার শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে ৮২ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল হরমনপ্রীত কৌররা। পরের ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে। হারলে ভারতকে অপেক্ষা করে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।
এদিন প্রথম ব্যাট করতে নেমে ঝকঝকে হাফসেঞ্চুরি করেন হরমনপ্রীত। ২৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৭২/৩। স্মৃতি মান্ধানা ৫০ রান করেন। জবাবে ১৯.৫ ওভারে মাত্র ৯০ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। তিনটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি ও আশা শোভনার। ম্যাচের সেরা হরমনপ্রীত। ৮২ রানের বিরাট জয় পায় ভারত।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে রানের নিরিখে এটাই ভারতের বৃহত্তম জয়। এর আগে ২০১৪ সালে সিলেটে বাংলাদেশকে ৭৯ রানে জিতেছিল ভারত। এদিকে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊