কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা

Manoj Barma


কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন। সেখান থেকে কলকাতার পুলিশের নতুন কমিশনার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মনোজ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব সামলেছেন। মঙ্গলবারেই নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি এমনটাই খবর।

১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরে জন্ম মনোজ বর্মা ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ২০১৯ পর্যন্ত দার্জিলিঙের আইজি ছিলেন। তার পরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বে। ভাটপাড়া এবং কাঁকিনাড়ায় গোলমালের সময় তাঁকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তিনি। ডিআইজি পদমর্যাদায় উন্নীত হয়ে মনোজ চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। তার পর দার্জিলিঙের আইজি।

২০১৭ সালে রাজ্য সরকারের পুলিশ পদক পেয়েছিলেন মনোজ। পরে ২০১৯ সালে পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর পুলিশ পদক। একাধিক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মনোজ।