Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC MTS EXAM STATUS and ADMIT CARD

SSC MTS EXAM ADMIT CARD  

Job alert

স্টাফ সিলেকশন কমিশন MTS ও হাবিলদার পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনেছেন এবং আবেদন করেছেন। সামনেই পরীক্ষা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেন্টার ও পরীক্ষার তারিখ ও সময়। 


স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাবিলদার (সিবিআইসি এবং সিবিএন) পরীক্ষার জন্য আবেদনপত্র করা প্রার্থীরা ssc.nic.in-এ গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন।



এই নিয়োগ প্রক্রিয়ায় ৮ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করা হবে। MTS -এ শূন্যপদের সংখ্যা 4887 এবং Havaldar in CBIC and CBN -এ শূন্যপদের সংখ্যা 3439। এমটিএস এর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর এবং হাবিলদারের বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর।

অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Status জানতে পারবেন এবং Admit Download করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code