Breaking: অবশেষে গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

Sandip ghosh arrested


অবশেষে গ্রেফতার আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ২৬ দিনের মাথায় গ্রেফতার সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই।টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেফতার সন্দীপ ঘোষ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন তিনি এমনটাই খবর। 



গত ১৬ অগস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে। গত শনিবার ও রবিবার জেরা না করা হলেও সোমবার ফের তলব করা হয় সন্দীপ ঘোষকে। আর এবার গ্রেফতার তিনি। সোমবার সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে।



কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষন ও খুনের ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য। প্রথমে এই ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত যায় সিবিআইয়ের হাতে।