হিন্দু-মুসলিম সম্প্রদায়ের যৌথ উদ্যোগে দূর্গাপুজো
‘ধর্ম যার যার উৎসব সবার।’ সেই মন্ত্র দীর্ঘ বছর ধরে প্রচলিত রয়েছে সমাজে। তবে তা কাজে করে প্রমাণ করে দিলেন শেখ রমজান আলী। ইসলাম ধর্মাবলম্বীর একজন মানুষ হয়েও নিজের ধর্মকে বজায় রেখেও দেবী দুরগার আরাধনার আয়োজন করলেন। এদিন খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলো খরদহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির।
খরদহ বিধানসভার অন্তর্গত খরদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাঙ্গা পাড়া মাঠপাড়া এলাকায় ২০২৩ সাল থেকে আড়ম্বরে দুর্গা পুজোর আয়োজন করা হয়। যেখানে এলে দুর্গাপুজোয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন মেলে। যেখানে দেবী দুর্গার আরাধনায় হাত লাগাতে দেখা যায় হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকেই। তবে থিম পুজো নয়।সাবেকিয়ানাকে বজায় রেখেই এখানে বাঙালির প্রধান উৎসব দুর্গা পুজোর আয়োজন করা হয়। খরদহ অধিবাসীবৃন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি প্রীতীশ কোণার এবং এবং সম্পাদক হিসেবে পুজোর দায়িত্ব পালন করেন শেখ রমজান আলী।
এদিন খুঁটি পূজ্যর মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে পুজোর তোড়জোড় শুরু করলো উদ্যোক্তারা । এলাকার মহিলারাও এই পুজোতে স্বতংস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন । এমনই বললেন উদ্যোক্তারা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊