পুলিশ ডে-তে পুলিশদের সংবর্ধনা তৃণমূলের



আজ ১ লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশ ডে। যাঁরা ২৪ ঘন্টা সাধারণ মানুষদের নিরাপত্তা দিয়ে আসেন। সেই সব পুলিশ কর্মীদের বিশেষ আজ দিন। অন্যান্য দিনের তুলনায় পুলিশ ডে অন্যরকম ভাবে পালন করা হয় বিভিন্ন থানায়। আর সেই উপলক্ষে দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর তপাই বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। 



তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দুবরাজপুর থানার আধিকারিকের হাতে পুস্পস্তবক ও মিষ্টি তুলে দেওয়া হয়। এদিন পুলিশকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি। 



পাশাপাশি উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে, উপ পৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, মানিক মুখার্জী, সমাজসেবী সেখ ইয়ার মহম্মদ প্রমুখ।