প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে জবাব বিধায়ক মদন মিত্রের
পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিবারের সাথে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। আর সেই প্রসঙ্গ টেনে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলেন বিধায়ক মদন মিত্র।
তিনি বলেন, অধীর রঞ্জন চৌধুরীর বাজার এখন এতটাই খারাপ হয়ে গেছে যে, কেউ ন্যাড়া মাথা কেউ হাঁড়ি চাচা এই টাইপের নিয়ে ঘোরে। এমনকি বাজারে গেলে টিভিও ওকে ডাকে না। অধীর চৌধুরী কি বলল না বলল তাতে মমতা ব্যানার্জির কিছু যায় আসে? মমতা ব্যানার্জির সরকার ২৪ ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে খুঁজে বার করে দিয়েছে। আমাদের শুধু দাবি একটাই , আর কত সময় চাও সিবিআই বলে দাও।
এদিন বেলঘড়িয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত বার্ষিক শিবকালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে সিবিআই কে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি। আরেকদিকে বিরোধীদের কটাক্ষ করতেও পিছু পা হননি।
0 মন্তব্যসমূহ
thanks