Latest News

6/recent/ticker-posts

Ad Code

আরজি কর কাণ্ড নিয়ে পত্রিকা-দেওয়াল অলঙ্করণ, অভিনব শিক্ষক দিবস নীলকান্ত পাল হাই স্কুলে

আরজি কর কাণ্ড নিয়ে পত্রিকা-দেওয়াল অলঙ্করণ, অভিনব শিক্ষক দিবস নীলকান্ত পাল হাই স্কুলে

Nilkanta pal High school



নীলকান্ত পাল হাই স্কুল আজ পালিত হল শিক্ষক দিবস। বৌলবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়িতে এই স্কুল। ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল বৈচিত্র্যপূর্ণ। এই দিনটিকে উপলক্ষ্য করে তারা 'নবজ্যোতি' পত্রিকার প্রথম প্রকাশ করে। যদিও তাদের পত্রিকার মূল বিষয় ছিল সম্প্রতি R.G.Kar hospital-এ ঘটে যাওয়া মহিলা ডাক্তারের নির্যাতন এবং তার বিচারের প্রশ্ন । এই নিয়ে তারা একটি দেওয়াল -অলংকরণও করে। একটি নৃত্যনাট্যের মধ্য দিয়ে তারা তুলে ধরে নারীর কালীকা মাতৃকা রূপ; পাপমুক্ত সমাজকে দূর করে সুশীল সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নারীকে এখন এই মূর্তিই ধারন করতে হবে,তবে অবশ্যই সময় বিশেষে। 



বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় নিররচন্দ্র রায় আজকের দিনের তাৎপর্য নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় দ্বিজেন্দ্রলাল রায় মহাশয় তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আজকের দিনে তাৎপর্য তুলে ধরেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় সঞ্জীব কুমার সরকার মহাশয় তার সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। 



এদিনের এই অনুষ্ঠানের এক আকর্ষণীয় বিষয় ছিল অনুষ্ঠানের সূচনা পর্ব যা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা নতুনভাবে তৈরি। তারা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ- এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্য দানের মধ্য দিয়ে সূচনা করার সাথে সাথে পরিবেশ বান্ধব বিষয়টিকে মাথায় রেখে চারা গাছে জল ঢেলে বৃক্ষ বাঁচানোর প্রয়াসে উদ্যোগী হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিল দ্বাদশ শ্রেণির ছাত্র -ছাত্রী উজ্জ্বল মজুমদার ও সম্পূর্ণা রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code