শিক্ষক দিবসের দিন না ফেরার দেশে চলে গেলেন পার্শ্বশিক্ষক

teacher died due to heart disease


আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সাথে, বিদ্যালয়ের সহকর্মীদের সাথে সময় কাটাচ্ছিলেন দিনহাটা মহকুমার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের পার্শ্বশিক্ষক শ্রী মুকুল বর্মন । বিদ্যালয়ে থাকাকালীন অসুস্থ বোধ করলেও তেমন গুরুত্ব দেননি। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা ৭ টা নাগাদ হার্ট অ্যাটাক হয় বলে পরিবার সূত্রে খবর। তারপর দিনহাটা মহকুমা হাসপাতালে আনবার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

শিক্ষক মুকুল বর্মন মাত্র ৪১ বছর বয়সে স্ত্রী আর ১ সন্তান রেখে  না ফেরার দেশে চলে গেলেন। তার প্রয়াণে শোকাচ্ছন বিদ্যালয়ের সহকর্মী থেকে ছাত্র-ছাত্রীরা। 

বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে ২০০৫ সালে ভূগোল বিষয়ে পার্শ্বশিক্ষক হিসাবে যোগদান করেন। বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত পার্শ্বশিক্ষক ভবেশ চন্দ্র সরকার জানিয়েছেন, 'মুকুলের এমনভাবে চলে যাওয়া কোনভাবেই মানতে পারছি না। সদা হাস্য এই ছেলেটা আমার সহকর্মী ছিলেন। আজ এমন খবর পাবো তা আমার কল্পনাতিত।' 

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী রিমি বিশ্বাস জানিয়েছেন, আজ শিক্ষক দিবসে বিদ্যালয়ে গিয়ে মুকুল স্যারকে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, স্যার কেমন আছেন। ভালো আছি বলে আমার কোথাও জিজ্ঞাসা করলেন। বললেন, মাঝে মাঝে আসিস। আর এখন স্যারের এমন খবর শুনে কিছু ভালো লাগছে না।'