নাবালিকাকে যৌন হেনস্থা! উত্তপ্ত মধ্যমগ্রাম, বিচার দাবি স্থানীয়দের 

মধ্যমগ্রাম


মধ্যমগ্রামে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। 


ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ যায়। পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজন।এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। 


এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা থমথমে। বিচারের দাবিতে সরব স্থানীয়েরা। রবিবার সকালেও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।