'জুনিয়রদের কেউ সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব' কড়া‌ বার্তা সিনিয়র ডাক্তারদের

RGkar


জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন অনড় জুনিয়ার চিকিৎসকদের। দফায় দফায় জুনিয়ার ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক বাতিল হয়। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের শর্ত মানেনি রাজ্য সরকার। আর এদিকে অবস্থানে অনড় আন্দোলনকারীরাও।

নবান্ন সূত্রে খবর, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে এমন কথা শোনা যাচ্ছে। এর মধ্য়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুড়ে দিলাম এস বস, তাহলে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। পাশাপাশি চিকিৎসক নারায়ণ বন্দোপাধ্যায় বলেন, 'সিনিয়ররা সবসময় পাশে আছি। একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব।'

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা সেই রায়কে মান্যতা দেব। মুখ্যমন্ত্রী নেগেটিভ পদক্ষেপ নেননি। মান্যতা দিয়েই অর্ডার ফলো করার পদ্ধতিগত বিষয় দেখছি। এ পরিষেবা রোগীর পরিষেবা। এই যে রাজনীতির উস্কানি, যার জন্য মহান প্রফেশনে এসেছেন তা পালন করুন।'

এই পরিস্থিতিতে এখন কি‌‌ ঘটে তাই দেখার।