৪ শর্তে জামিন পেলেন মানিক ভট্টাচার্য


Manik Bhattacharya



নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন পেলেও ৪টি শর্ত মানতে হবে মানিক ভট্টাচার্যকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ২০২২-এ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন।


তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। তা ছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক। এই শর্ত গুলিতে জামিন পান মানিকবাবু।


বৃহস্পতিবার হাই কোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনও বাধা রইল না মানিক ভট্টাচার্যের। গত ২৯ অগস্ট মানিকের জামিন-মামলার শুনানি শেষ হয় হাইকোর্টে। তবে ওই দিন শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি।