দিনহাটা থানার সামনে থেকেই আটক গাঁজা ভর্তি গাড়ি, গ্রেপ্তার ১

দিনহাটা

 

দিনহাটা:

প্রায় ৪২ কেজি গাঁজা উদ্ধার করা ছাড়াও একজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানা সংলগ্ন এলাকায় দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে একটি গাড়ি আটক করে । এরপরে সেই গাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়ি থেকে প্রায় ৪২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় আনারুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বাড়ি ফকিরটারি এলাকায় বলে জানা গেছে। 

দিনহাটার সীমান্তের একটি এলাকা থেকে সেই গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে । পুলিশ সেই খবর পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশির মধ্য দিয়ে সেই গাড়ির খোঁজ করছিল। সেই মতো থানা সংলগ্ন এলাকাতেই সেই গাড়ি আটক করে পুলিশ এবং সেখান থেকে উদ্ধার হয় গাঁজা। 

ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।