জনসাধারণের সুবিধার্থে এলো ভরসা অ্যাপ
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
জনসাধারণের সুবিধার্থে ভরসা অ্যাপ এর উন্মোচন। জনসাধারণের সুবিধার্থে ভরসা নামক অ্যাপ লঞ্চ করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অ্যাপ এর শুভ উন্মোচন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ , অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি , এসডিপিও সদর সাউথ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জেলা পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠকে বলেন , আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন । অভিযোগ জানানোর পর এই ভরসা অ্যাপের মাধ্যমে তার স্টেটাসও দেখতে পারবেন । অভিযোগ জানানোর পরেও যদি সন্তুষ্ট না হন সাধারন মানুষ তাহলে সেই কথা জানিয়ে সাধারণ মানুষ সেই অভিযোগের রিভিউ করাতে পারবেন ।
ভরসা নামক অ্যাপ টি অ্যান্ড্রয়েড বেস। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ-টি প্লে স্টোর মারফত ডাউনলোড করা যাবে। জেলা পুলিশ সুপার আমনদীপ আরো জানান, যত অভিযোগ আসবে কোন থানায় যাবে না, সরাসরি আমার অফিসে আসবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊