Aabha Paul: XXX খ্যাত আভা পল নজর কাড়লেন শাড়িতে


abha
photo credit: aabhapaulofficial


আধুনিক এবং বোল্ড লুকের জন্য জনপ্রিয় অভিনেত্রী আভা পল (Aabha Paul)। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা অর্জন করেছেন xxx খ্যাত আভা পল। প্রায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তিনি এবং নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও বা রিল শেয়ার করেন অভিনেত্রী।

abha
photo credit: aabhapaulofficial

সাধারণত আধুনিক ও বোল্ড লুকে দেখতে পাওয়া যায় আভাকে (Aabha Paul)। তবে কোনও উৎসব বা কাজের জন্য নিজেকে শাড়িতে সাজাতে ভোলেননা। বিকিনি হোক বা শাড়ি সবেতেই ভক্তদের মন কেড়ে নেন অভিনেত্রী।

abha
photo credit: aabhapaulofficial

অভিনেত্রী আভা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, কারন তার হটনেস। তার সেক্সিলুক আগুন ধরিয়ে দেয় যুবা হৃদয়ে।

abha
photo credit: aabhapaulofficial

সম্প্রতি শাড়ি পরে ছবি ও ফোটোশুটের ভিডিও শেয়ার করেছেন xxx খ্যাত আভা পল (Aabha Paul)। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে সাদার উপর গোলাপী ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরেছেন আভা (Aabha Paul)। শাড়ি, বাঁধা চুল ও হালকা মেকআপে খুব সুন্দর দেখতে লাগছে আভাকে। 

ava
photo credit: aabhapaulofficial

সুন্দর সাজের সঙ্গে ভিডিওতে স্টাইলিশ পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। এছাড়াও কিছুদিন আগেই লাল বেনারশিতে সেজেছিলেন তিনি। সেই ছবিও মুগ্ধ করেছে দর্শককে।