Job News: বছর পেরিয়ে গেলেও নিয়োগ মেলেনি এখনো, চিন্তায় চাকরিপ্রার্থীরা
রাজ্যের গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার সেবা বিভাগ (department of mass education extension and library services) গত ১৭ মার্চ, ২০২৩ সালে প্রতিটি জেলায় জেলা শাসকদের চিঠিদিয়ে গ্রন্থাগারিক নিয়োগের গাইডলাইন জানিয়েছিলো। অথচ কোচবিহার সহ একাধিক জেলায় নিয়োগ পরীক্ষা হয়ে গেলেও নিয়োগ এখনো হয়নি।
প্রকাশিত গাইডলাইনে লাইব্রেরিয়ান নিয়োগের একটি অস্থায়ী সময়সূচীও বেঁধে দেওয়া হয়েছিলো । সেই সময়সূচী অনুসারে -
i) নির্বাচন কমিটি গঠন - 24.03.2023
ii) বিজ্ঞাপনের ইস্যু-03.04.2023
iii) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে চিঠি - 03.04.2023
iv) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তালিকা প্রাপ্তির এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ -25.04.2023
v) আবেদনপত্র যাচাই-বাছাই এবং লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাঠানোর কাজ সম্পন্ন করা -
11.05.2023
vi) লিখিত পরীক্ষার তারিখ-21.05.2023
vii) উত্তর স্ক্রিপ্ট মূল্যায়ন সমাপ্তির তারিখ-05.06.2023
viii) কম্পিউটার পরীক্ষার তারিখ - 21.06.2023
ix) ইন্টারভিউ শেষ - 14.07.2023 এর মধ্যে
x) চূড়ান্ত প্যানেলের প্রস্তুতি শেষ - 20.07.2023 এর মধ্যে
মূলত পশ্চিমবঙ্গ সরকার লাইব্রেরিয়ান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিলো। বছর অতিক্রান্ত হলেও নিয়োগ হয়নি অনেক জেলাতেই। চাকরী প্রার্থীরা তাকিয়ে রয়েছেন নিয়োগের খবরের জন্য।
ইতিমধ্যে যে জেলাগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে-
পূর্ব মেদনীপুর
পশ্চিম মেদিনীপুর
দক্ষিণ দিনাজপুর
পুরুলিয়া
দার্জিলিং
শিলিগুড়ি মহকুমা পরিষদ
বীরভূম
ঝাড়গ্রাম
হাওড়া
কালিংপং
বাঁকুড়া
আলিপুরদুয়ার
আর যে সকল জেলায় পরীক্ষা হয়েছে কিন্তু এখনো নিয়োগ হয়নি সেই জেলা গুলি হলো-
কোচবিহার
দক্ষিণ ২৪ পরগনা
জলপাইগুড়ি
পূর্ব বর্ধমান
উত্তর ২৪ পরগনা
পশ্চিম বর্ধমান
মুর্শিদাবাদ
নদীয়া
মালদা
হুগলী
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊