Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ। জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান (ICC Chairman) নির্বাচিত হলেন জয় শাহ (Jay Shah )। গ্রেগ বার্কলের ছেড়ে যাওয়ার পর তার পদে আগামী ১লা ডিসেম্বর দায়িত্ব গ্রহন করবেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নিযুক্ত হলেন তিনি। আর সাথে সাথে গড়লেন ইতিহাসও। সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন জয়।
নিউজ়িল্যান্ডের জর্জ বার্কলে আগেই জানিয়েছিলেন সুযোগ থাকলেও তৃতীয়বার আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করবেন না। আর তারপর নাকি ইছা প্রকাশ করেন জয়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার নির্বাচিত হলেন জয় শাহ। তাঁর বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর কেউ মনোনয়ন জমা করেননি।
দায়িত্ব নিয়েই জয় শাহ ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং সেই উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির কথাও জানান বলে খবর। শাহের মুখে ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটের মধ্যে যাতে সামঞ্জস্য ও ভারসাম্য বজায় থাকে, সেই বিষয়ে কাজ করার কথাও শোনা যায়।
0 মন্তব্যসমূহ
thanks