আর জি কর ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি কঠোরতা


Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব


গৌতম সাহা,হাওড়াঃ

আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা ডাক্তারকে পাশবিক ধর্ষণ ও হত্যাকান্ডে গত কয়েক সপ্তাহ ধরে শুধু এ রাজ্যে নয় বরং সারা দেশ জুড়ে এমনকি সারা দুনিয়ায় প্রতিবাদ আন্দোলন চলছে। বোধহয় ইতিহাসে প্রথমবার সারা পৃথিবী জুড়ে এমন একটি নিন্দনীয় ঘটনার সামাজিক প্রতিক্রিয়া পাওয়া গেল। এরকম প্রতিক্রিয়া বিরল বললেও কম বলা যায়।

Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব


এই রকম একটি বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় শিক্ষক, ডাক্তার, নার্স সহ বিভিন্ন সরকারী কর্মচারী ও চাকরী প্রার্থীদের সংগঠন 'সংগ্রামী যৌথ মঞ্চ'র পক্ষ থেকে। এই অভিযানের পুলিশি পারমিশান নেওয়ার যথাযথ ব্যাবস্থা করা হয়েছিল বলে জানান 'সংগ্রামী যৌথ মঞ্চ'র আহ্বায়ক ভাস্কর ঘোষ। 

Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব


তিনি আরো জানান তাদের ইমেল পেয়ে পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয় তাদের নবান্ন অভিযানের রুট ম্যাপ। সেই মোতাবেক সমস্ত রুটম্যাপ পুলিশকে তারা জানান। পূর্বের ঘোষিত কর্মসূচী অনুযায়ী হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স পার্শ্ববর্তী স্থানে জমায়েত হয় হাজার হাজার সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যবৃন্দ। প্রায় তিনটি মিছিল আলাদা আলাদা সময়ে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু হওড়া ময়দানে ব্যারিকেড দিয়ে পুলিশ রাস্তা অবরোধ করে মিছিলের গতিপথ আঁটকায়। আন্দোলনকারীরা সেই স্থানে পৌছানোর পরই পুলিশ বিনা প্ররোচনায় জল কামান ও টিয়ার গ্যাস ব্যাবহার করে। শুধু তাই নয় এরপর তারা রাস্তায় বসে পড়লে বিনা প্ররোচনায় লাঠিচার্জ হয় পুলিশের তরফ থেকে এমনটাই জানান ভাস্কর ঘোষ।

Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব


এরপরে কয়েকজন মঞ্চের সমর্থককে গ্রেপ্তার করে শিবপুর থানা ও ময়দান থানায় নিয়ে যায় পুলিশ। এই বিষয়ে ভাস্কর বাবু জানান হাওড়া ময়দানের জমায়েতে তাদের সমর্থকরা শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ ও শ্লোগান দিয়ে চলেছিল কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন স্থান থেকে পুলিশকে প্ররোচিত করতে ইট,জলের বোতল ছোড়া হয়। এরপর পুলিশ প্রকৃত দোষীদের ধরপাকড় না করে তাদের সমর্থকদের উপর লাঠিচার্জ করে ও গ্রেপ্তার করে। এই ঘটনায় তিনি ষড়যন্ত্রের দিকে আঙুল তোলেন।

Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব


তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় " শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কোন বলপ্রয়োগ করা যাবেনা" এই রায়ের সম্পূর্ণ পরিপন্থী কাজ পুলিশ করেছে বলে তিনি অভিযোগ করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ গ্রেপ্তার হওয়া সদস্যদের মুক্তি দিয়েছে বলে তিনি জানান। তবে তাদের এক সমর্থক মারমুখি জনতার হাত থেকে এক পুলিশ কর্মীকে বাঁচাতে প্রচন্ডভাবে আহত হন বলে তিনি জানান। পরে পুলিশ তাদের সেই সমর্থককে ও আহত পুলিশকর্মী কে হাসপাতালে ভর্তি করানোর ব্যাবস্থা করেন। ভাস্করবাবু আহত সমর্থক ও আহত পুলিশকর্মীকে দেখতে যান ময়দান পার্শ্ববর্তী হাওড়া হাসপাতালে। তবে দুজনই চিকিৎসার পরে সুস্থ হয়ে উঠেছেন বলেও তিনি জানান।

Police brutality in the peaceful movement of the joint struggle against RG rape and murder
ছবি: নিজস্ব