আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দ্য অল স্টুডেন্টের
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:
আরজিকরে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে, ফের আজ কার্জন গেট চত্বরে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশের শামিল হলো দা অল স্টুডেন্ট অফ বর্ধমান এর সদস্যরা।
এদিন সন্ধ্যায় কার্জন গেট চত্বরে বিশ্ব বাংলা লোগোর চারিপাশে গোল করে ঘেরাও হয়ে তারা মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমার আত্মার শান্তি কামনা করেন।এরপর কার্জন গেট চত্বরেই বিক্ষোভ সমাবেশে সামিল হলেন ছাত্র ছাত্রীরা।ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়ন করা হয় কার্জন গেট চত্বরে। নামানো হয় র্যাফও।
এদিনের বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা বলেন প্রায় কুড়ি দিন অতিক্রম করতে চলেছে, এখনো পর্যন্ত দোষীকে গ্রেফতার করতে পারলোনা সিবিআই।এই ঘটনাকে কেন্দ্র করে যখন বর্ধমান থানাতে আন্দোলনের জন্য অনুমতি চাইতে যাওয়া হয়। সেই সময় বর্ধমান থানার কর্তব্যরত এক পুলিশ অফিসার বলেন রাস্তা ঝাড় দিতে ।
সমাজ সেবামূলক কাজ করতে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ওই আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা আরো বলেন যদি তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন আন্দোলনকারীরা।
0 মন্তব্যসমূহ
thanks