সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল ইলামবাজার ও জয়দেব মেন রোডের উপর
বীরভূম
এদিন ইলামবাজার ও জয়দেব ভায়া ডুমরুট মেন রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেল। সূত্রে জানা যায় জয়দেব থেকে আসা একটি মোটর বাইক পায়ের শ্মশান সংলগ্ন এরিয়ার মেনরোডের উপর পথ দুর্ঘটনাটি ঘটে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আহত বিভাস ঘোষ, বাড়ি আকম্বা তিনি জানান পেছন দিক থেকে আশা অন্য একটি মোটরবাইক দ্রুত গতিতে এসে আমাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন মোটরবাইক আরোহী। পেছন থেকে আসা মোটর মোটরবাইকটিতে দুইজন ছিল এবং সামনের মোটর বাইকে একজন ছিল বলেই জানা যায়।
তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় আহত তিনজনকে তুলে চিকিৎসার জন্য ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্মরত ডাক্তার বাইকে থাকা একজন আরোহী বিভাস ঘোষ কে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়, এবং অন্য বাইকে থাকা দুই জনের নাম এবং পরিচয় জানা যায়নি।ওনার মাথায় তিন থেকে চারটি স্টিচ হয়েছে বলেই জানা যায় এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। এই পথ দুর্ঘটনাটিকে ঘিরে এলাকাসহ বাড়ির লোকজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।।
0 মন্তব্যসমূহ
thanks