মাদ্রাসা গ্রুপ ডি প্রার্থীদের জন্য সুখবর, ১লা সেপ্টেম্বর পরীক্ষা 

Madrasha job

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দিয়ে বড় আপডেট। ২০১০-এ অনুষ্ঠিত গ্রুপ ডি পরীক্ষা ফের হতে চলেছে এমনটাই খবর। তবে সবাই নয় যারা ২০১০ সালে আবেদন করেছিল এমন ৭৩৯৭৮ জন পরীক্ষার্থী বসতে পারবে এই পরীক্ষায়। ইতিমধ্যে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। পাশাপাশি কোন কোন পরীক্ষার্থীরা এই পরীক্ষা নয় বসতে পারবে তাঁদের তালিকাও রয়েছে কমিশনে। দেখুন তালিকা: CLICK HERE 




বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত '1 SLST (NT)-Group-D'-র 28.11.2010 তারিখে অনুষ্ঠিত Preliminary Screening Test -এ যে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্বেও 29.05.2011 তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর ওয়েবসাইট www.wbmsc.com-এ "List of candidates who were eligible for, but could not appear at the Written Test of 1st SLST(NT)-Group-D" এই লিস্টে দেওয়া হয়েছে।




এই 73,978 জন প্রার্থীকে আগামী 01.09.2024 (রবিবার) তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় (Written Test-এ) বসতে হবে।



এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর ওয়েবসাইট www.wbmsc.com-এ, 1 SLST(NT)2010, Group-D - Updation Portal'-এ নিজের রেজিস্ট্রেশন নম্বর ও ইংরেজি জন্মতারিখ দিয়ে লগইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী Update/Upload করতে হবে:- ১.Email Id, ২. মোবাইল নম্বর, ৩. হোয়াটস্যাপ নম্বর, ৪. আধার নম্বর, ৫. যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা, এবং ৬. আধার কার্ড (JPEG বা JPG বিন্যাসে ৫০০ কে.বি-র মধ্যে) Upload করতে হবে।


তথ্য Update/Upload করার শেষসময় ২৫.০৮.২০২৪ (রবিবার) রাত্রি ১১টা ৫৯ মিনিট।


তথ্য বিবরণী update সংক্রান্ত যেকোনো অনুসন্ধানের জন্য ৯১২৩০৮৩৩১৪/৭০০৩৮২৬২২০ নম্বরে সকাল 10 থেকে বিকেল 5 টার মধ্যে যোগাযোগ করুন (ছুটির দিন ছাড়া)।



অথবা group-D@wbmsc.com এ Email করুন। অথবা 9874355112 এই নম্বরে WhatsApp/SMS করুন (২৪ ঘন্টা উপলব্ধ)।