Yuvraj Singh: এবার সিনেমার পর্দায় আসছে যুবরাজ সিংয়ের কাহিনী!
দুই বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য, টি২০ বিশ্বকাপে রয়েছে ছয় ছক্কার নজির, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়েও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ভারতীয় দলের এক সময়ের স্টার যুবরাজ সিংকে নিয়ে এবার হচ্ছে বায়োপিক। সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক (Yuvraj Singh Biopic) নির্মাণের কথা ঘোষণা হয়েছে। ছবিটির প্রযোজনা করবেন ভূষণ কুমার (Bhusan Kumar) ও রবি ভাগচন্দোকা।
টি সিরিজ়ের তরফে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, '২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন কাহিনি ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের কাহিনি শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে।' যদিও এখনো বায়োপিকের নাম কি হবে তার জানা যায়নি। তবে পোস্টারে ছিক্স ছিক্সেস হ্যাশট্যাগ দেখা গেছে। মনে করা হচ্ছে এটাই হতে পারে নাম।
সাম্প্রতিক সময়ে একাধিক তারকা ক্রীড়াবিদদের জীবন কাহিনি নিয়ে বায়োপিক তৈরি হয়েছে। যুবরাজের দীর্ঘদিনের সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মেরি কম, মিলখা সিংহদের মতো ক্রীড়াবিদদের জীবনকাহিনী এসেছে। সামনেই আস্তে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। এবার যুবরাজের বায়োপিক ঘোষনা।
যুবরাজের বর্ণময় জীবন নিয়ে সিনেমা আসছে। ২২ গজে ছাড়াও ২২ গজের বাইরের জীবনেও তাঁর লড়াইয়ের চিত্র ফুটে উঠবে এমনটাই জানা গেছে।
0 মন্তব্যসমূহ
thanks