ইন্ডিয়ান পোস্ট জিডিএসের মেধা তালিকা প্রকাশ, দেখে নিন এখনি 

Indian Post


ভারতীয় ডাক বিভাগ পশ্চিমবঙ্গের ২৫১৪টি জিডিএস এর শূন্যপদে নিয়োগের প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। শুধু পশ্চিমবঙ্গ নয় ১২টি সার্কেলের মেধা তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে ২৫১৪ শূন্যপদ পূরণ করতে যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তা দেখতে আপনাকে www.indianppstgdsonline.gov.in -এ নজর দিতে আগে। যে সকল প্রার্থী পদ গুলির জন্য আবেদন করেছেন তাঁদের এই ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করতে হবে।

বাছাই করা প্রার্থীদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য উপস্থিত হতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজনীয় তথ্য বাছাই করা প্রার্থীদের মোবাইলে ও ইমেলে পাঠানো হবে বলে জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ২৩টি সার্কেলের ৪৪ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করবে ইন্ডিয়ান পোস্ট।

পোস্টাল জিডিএস মেধা তালিকা 10ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়। "মেধা তালিকাটি 4 দশমিকের নির্ভুলতার শতাংশের সাথে একত্রিত যেকোন স্বীকৃত বোর্ডের 10ম শ্রেণীর মানের মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে/ গ্রেড/পয়েন্টগুলিকে মার্কগুলিতে রূপান্তরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।" এমনটাই জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে।