কাপড় চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ

Siliguri police arrested 3 people on the charge of stealing clothes
ধৃতদের শিলিগুড়ি আদালতে নিয়ে যাওয়া হচ্ছে



শিলিগুড়ি, ৩ আগস্টঃ কাপড় চুরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম জয়ন্ত রায়, মহম্মদ জাবেদ এবং বাপ্পা মান্না। ধৃতরা ফুলেশ্বরী ও কয়লাডিপোর বাসিন্দা।

জানা গিয়েছে, শুক্রবার দিনের বেলা শিলিগুড়ি থানা অন্তর্গত হকার্স কর্ণার মার্কেটে একটি দোকানের সামনে থেকে কাপড়ের ব্যাগ নিয়ে চম্পট দেয় তিন যুবক। ঘটনার পরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে বর্ধমান রোডে ফ্লাইওভারের নীচ থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া কাপড়ের ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগে ৩০টি জ্যাকেট এবং ৬টি শার্ট ছিল।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা পুরোনো অপরাধী।সামনেই রয়েছে পুজো।যেকারনে মার্কেটের ব্যবসায়ী নতুন কাপড়ের অর্ডার দিয়েছেন।গতকালই সেই কাপড় এসে পৌঁছায়।সুযোগ বুঝেই কাপড়ের একটি ব্যাগ চুরি করে পালিয়ে যায় তিনজন। কাপড়গুলি বিক্রির উদ্দেশ্য ছিল তাদের।

ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।