ধর্ষনের পর নৃশংস অত্যাচার গৃহবধূকে গ্রেপ্তার তৃনমূল নেতা
কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষন করে হত্যার ঘটনায় যখন রাজ্য উত্তাল তখন আবার নারকীয় ঘটনা ঘটলো বোলপুরে । ১৭ আগস্ট মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে এক গৃহবধূকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষন করার অভিযোগ উঠে এক তৃনমূল নেতার বিরুদ্ধে ।
আরো অভিযোগ যৌনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে নির্যাতন করা হয় । ঘটনার পর থেকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিল নির্যাতিতা । হাসপাতাল থেকে এসে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা । অভিযুক্ত ফিরোজ খাঁ এলাকায় তৃনমূল নেতা হিসাবে পরিচিত । বাড়ী বোলপুর মহকুমার বাহিরী - পাঁচশোয়া গ্রামপঞ্চায়েতের করিমপুর গ্রামে । এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
অভিযোগ পেয়ে ফিরোজ খাঁকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে বাধা দেয় ফিরোজের বাহিনী । পরে দুই ঘণ্টার চেষ্টায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে ফিরোজ খাঁকে গ্রেপ্তার করেছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊