৯ দফা দাবি জানিয়ে রেল স্টেশনে ডেপুটেশন  DYFI-র 

Dinhata



DYFI দিনহাটা লোকাল কমিটির উদ্যোগে জনসাধারণে অভিমত নিয়ে রেল সক্রান্ত ৯ দফা দাবী পত্র দিনহাটা রেল স্টেশন মাস্টারের মারফত ডি.আর.এম, আলিপুরদুয়ারের নিকট পাঠানো হলো। দিনহাটা শহরে অফিস ও স্কুল টাইমে যানজটের অন্যতম কারন সাহেবগঞ্জ রেল ক্রসিং। দীর্ঘ সময় অ্যাম্বুলেন্স, স্কুল ছাত্র ছাত্রী, বিভিন্ন অফিসের কর্মচারী সহ সাধারণ মানুষকে রেল ক্রসিং আটকে থাকতে হয়। সাহেবগঞ্জ রেল ক্রসিং-এ যানজট এড়াতে অবিলম্বে ফ্লাইওভার বা আন্ডার পাসের ব্যবস্থা করতে হবে। সেই সাথে চূড়ান্ত হুশিয়ারি দেওয়া হয়েছে দাবীর বিষয়ে দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে জনসাধারনকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে DYFI।


দাবী সমূহ -

1) অবিলম্বে রেলওয়ের সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।

2) সমস্ত লোকাল ট্রেনের স্টপেজ গীতালদহ, আবুতারা, ফলিমারী, কলেজ হল্ট এবং ভেটাগুড়িতে আবার দিতে হবে।অফিস, স্কুল, কলেজের সময়ে নতুন কোচবিহার - বামনহাট রুটে নতুন লোকাল ট্রেন চালু করতে হবে।


3) দিনহাটা শহরের যানজট কমাতে সাহেবগঞ্জ রোডের রেল ক্রসিং-এ অবিলম্বে একটি আন্ডারপাস বা ফ্লাইওভার তৈরি করতে হবে।

4) বাংলাদেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করে, কলকাতায় যাতায়াতের সময় কমাতে হবে এবং বাণিজ্যিক পরিবহনের মাধ্যমে বড় কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে হবে।

5) বামনহাট - শিলিগুড়ি মেন লাইনে যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে।

6) স্টেশনের ভিতরে ও বাইরে সিসিটিভি স্থাপন করতে হবে এবং ছাউনির ব্যবস্থা করতে হবে।

7) দিনহাটা স্টেশন থেকে দিল্লি এবং গৌহাটিগামী ট্রেন চালু করতে হবে।

8) দিনহাটা স্টেশনে লিফট, ঠান্ডা পানীয় জল, এসি ওয়েটিং রুম, রিটায়ারিং রুম, পার্কিং-এ শেড ব্যবস্থা করতে হবে।

9) রেল যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে রেল ট্র্যাকে সতর্কতা ও নজরদারি বাড়াতে হবে।



ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ, সহ-সম্পাদক সোহম চক্রবর্তী, লোকাল কমিটির সদস্য বর্মন ও বুবাই মোদক প্রমুখ।