Latest News

6/recent/ticker-posts

Ad Code

শত বর্ষের স্মরণে, প্রাক্তনীদের উদ্যোগে সেন্টেনারি কাপ ফুটবল টুর্নামেন্ট

শত বর্ষের স্মরণে,প্রাক্তনীদের উদ্যোগে সেন্টেনারি কাপ ফুটবল টুর্নামেন্ট

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

শত বর্ষের স্মরণে,প্রাক্তনীদের উদ্যোগে বর্ধমান টাউন স্কুলে অনুষ্ঠিত হলো সেন্টেনারি কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি পরেশ চন্দ্র সরকার, বিডিএর চেয়ারম্যান কাকুলি গুপ্ত তা,সহ বর্ধমান টাউন স্কুলের প্রধান ও বর্তমান শিক্ষক সহ প্রাক্তনীরা। এদিন বিকেলে ফুটবলে শট মের খেলার উদ্বোধন করেন পৌরপতি পরেশ সরকার, কাকুলী গুপ্র তা।


এদিনের অনুষ্ঠানে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের সহসভাপতি অজিতেশ ঝাঁ এবং বিশ্বজিৎ মল্লিক বলেন 2024-25 সালে বর্ধমান টাউন স্কুলের শত বর্ষ পূর্তি হতে চলেছ।আর এই শত বর্ষ পূর্তি উপলক্ষে বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে গোটা বছর ধরে নানা ধরনের কর্মসূচি করে চলেছে। 


শতবর্ষ উপলক্ষে প্রাক্তনীদের উদ্যোগে একটি সেন্টেনারি কাপ ফুটবল টুর্নামেন্টের ও আয়োজন করা হয়েছে বলে জানান তারা। এই সেন্টেনারি কাপ ফুটবল টুর্নামেন্ট বর্ধমান টাউন স্কুল ছাড়াও শহরের আরো অন্যান্য স্কুল অংশগ্রহণ করবেন।মোট 16 টি টিমের খেলা হবে বলে জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code